হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কোচবিহার |
০৭ ডিসেম্বর ২০২৫
কোচবিহার জেলার দীনহাটা শহরের সন্নিকটে ভেটাগুড়ি গ্রামে আজ বাদ মাগরীব অনুষ্ঠিত হলো আহলে বাইত শীর্ষক এক প্রকাশ্য সমাবেশ। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ভিড়ে গ্রামপ্রাঙ্গণ পূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
আসামের ধূপড়ী জেলা থেকে আগত আলেম মওলানা মীর হোসেন,
মেদিনীপুর জেলার হলদিয়া থেকে মওলানা মুনির আব্বাস নাজাফি, এবং হাওড়া জেলা থেকে ‘সত্যের পথে’ পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ।
বক্তারা তাঁদের বক্তব্যে আহলে বাইত-এর মহিমা, ইসলামের ইতিহাসে তাঁদের বীরত্ব ও ত্যাগ, এবং মুসলিম সমাজের জন্য তাঁদের অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা চলাকালে শ্রোতাদের মধ্যে বিশেষ আগ্রহ ও ধর্মীয় আবেগ লক্ষ করা যায়।
আয়োজক সূত্রে জানা যায়, ভেটাগুড়ি গ্রামবাসীর সম্মিলিত ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়। ধর্মীয় শিক্ষার বিকাশে এ ধরনের সমাবেশ ভবিষ্যতেও আয়োজন করা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সমাবেশ শেষে অতিথি আলেমদের ফুল-মালা ও সম্মাননা প্রদান করে আয়োজকরা কৃতজ্ঞতা জানান।
আপনার কমেন্ট